![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQCHzlEAT3zjOkJzJ4Q_CzUmsEeJBucACwVseIXd3j1IhLiJ7KuAQAwCMsASnOKvRCpDX9xghCx7dob8W2838sYubki7-8LDZEf0pCkv6feDSw71LkERdetavEJc-ss49VUOy8zRoLaKI1/s1600/Windows.jpeg)
উইন্ডোজ সেভেন মাইক্রোসফট কর্পোরেশনের সর্বাধিক জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আমরা অনেকেই কম্পিউটারে উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম চালাই। কিন্তু অনেকেই এই উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম ক্রাশ করলে কিভাবে তা সেটাপ করতে হয় তা জানি না। যারা উইন্ডোজ সেভেন সেটাপ করা জানেন না, মূলত তাদের জন্য আমাদের এই পোস্টটি।
আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহজ ভাষায় লিখেছি, আনেক ছোট-খাটো বিষয় নিয়েও আলোচনা করেছি তাই Tune টি অনেক বড়ো হয়েছে। আশা করি ধর্য্য নিয়ে পড়বেন...
Windows-7 setup করার জন্য আপনার Computer/Laptop এ কমপক্ষে যা থাকা প্রয়োজনঃ
১. 1 GHz Processor
২. 512MB RAM
৩. 20GB in C Drive
সতর্কতাঃ Windows Setup এর আগে C Drive/Desktop/Documents এর সকল গুরুত্বপূর্ণ File অন্য Drive সরিয়ে রাখুন। কারন Windows Setup এর কারনে ঐ সব জায়গার সকাল File চিরতরে হারিয়ে যাবে।
আগেই বলে রাখি, হাতের কাছে আপনার মাদারবোর্ড এর ডিস্কটা রাখুন, সব শেষে দরকার পড়বে।
Step-1:প্রথমে কম্পিউটার এ Windows 7 এর ডিস্ক প্রবেশ করান। কম্পিউটার রিস্টার্ট দিন। তারপর bios সেটিং চেন্জ করতে হবে।
BIOS (BASIC INPUT OUTPUT SYSTEM) Setup Computer এর Power সুইচ টিপ দেওয়ার পর Display আসার সাথে সাথে F2/Del Key বার বার চাপলে BIOS এ প্রবেশ করবে।
এখন Boot Option এ গিয়ে "Advanced BIOS Features“ এ ইন্টার চাপি,
তারপর "Boot Device Priority“ এ ইন্টার চাপি, এখন
1st Boot Device: CD/DVD (যদি পেনড্রাইভ দিয়ে windows দিতে চান, তাহলে pendrive সিলেক্ট করুন) আর
2nd Boot Device: HD/Hard Disk
করে দিতে হবে। এখন F10 চেপে ও Y(Yes) চাপলে BIOS Save হবে এবং Computer restart হবে।
MotherBoard এর কারনে BIOS এর ধরন ভিন্ন হতে পারে। তবে 1st Boot Device, 2nd Boot Device এর ব্যাপারটা সকল ক্ষেত্রে সম্পূর্ণ একই রকম।
Step-2: Windows-7 Setup, Computer restart হওয়ার সময় “Press any key to boot from CD/DVD....” আসার সাথে সাথে Keyboard থেকে যে কোন একটি Button চাপ দিন।
Step-3: এরপর "Windows Setup [EMS Enabled]“ এই লিখা দেখতে পাবেন, এটার উপর ইন্টার চাপুন। ইন্টার চাপার পর Windows is loading files নিবে। একটু সময় নিবে।
Step-4: “Starting Windows“ দেখাবে, এটা দেখে ভয় পাবেন না, যে আপনার কম্পিউটার আবার প্রথম থেকে চালু হছে। আসলে তা না, আপনার Windows সেটাপ এরই কাজ চলছে।
Step-5: এখন Install Windows অপশন আসবে, এখানে
Language= English.
Time and currency format= English (United State).
Keyboard or input method= US.
সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। এরপর Install Now তে Click করুন।
Step-6: এখন আপনি উইন্ডোজ সেভেন এর কোন ভার্সন সেটাপ দিবেন সেটা সিলেক্ট করুন। তবে আমাদের পরামর্শ হলো আপনি Windows 7 Ultimate, x86 সিলেক্ট করে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য Next বাটনে প্রেস করুন। (আপনার কম্পিউটার যদি ৬৪ বিটের হয় তাহলে Windows 7 Ultimate, x64 সিলেক্ট করে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য Next বাটনে প্রেস করুন।)। I accept the license terms এ Click করে Next এ Click করুন।
Step-7: এবার এখানে ২ টা অপশন দেখতে পাবেন,
"Upgrade এবং Custom (advanced)"
এখান থেকে নিচের "Custom (advanced)" এ ক্লিক করুন।
Step-8: এখন ভালো করে লক্ষ্য করুন। উইন্ডোজ সেভেন সেটাপ দেয়ার জন্য এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার হাডডিক্সের সকল পার্টিশন শো করবে। সাধারণত Partition 1 (C ড্রাইভ) এ উইন্ডোজ সেভেন সেটাপ দেওয়া হয় (আপনি অন্য যে কোন পার্টর্টিশনে সেটাপ দিতে পারেন) তবে C তেই দেয়া সব থেকে ভালো। এখানে C এর ২ টা পার্টিশন দেখতে পাবেন, 1 এবং 2, এই ২ টা পার্টিশন ই আমাদের ফরমেট করতে হবে। তাই প্রথমে Partition 0 এ মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করুন। তারপর Drive options (advanced) এ ক্লিক করুন। এখন Format এ ক্লিক করে OK করুন। আবার Partition 1 এ মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করুন। তারপর Drive options (advanced) এ ক্লিক করুন। এখন Format এ ক্লিক করে OK করুন। পরিশেষে Partition 1 এ ক্লিক করে Next বাটন প্রেস করুন।
সাবধানতাঃ Partition ফরমেট করার আগে কোন পার্টিশন সিলেক্ট হয়ে আছে তা ভালো করে নিশ্চিত হোন। অন্যটা ফরমেট হয়ে গেলে পরে পস্তাবেন।
Step-9: এখন একটি উইন্ডো আসবে। Copying Windows file থেকে শুরু করে প্রতিটি ধাপ অটোভাবে চলতে থাকবে। সবগুলো ধাপ শেষ হলে কম্পিউটার রিস্টার্ট হবে। এখানে ২০-২৫ মিনিট সময় নিতে পারে।
নোটঃ রিস্টার্ট হয়ে আবার আগের মত Press any key to boot from CD.... দেখাবে কিন্তু আপনি কোন বাটন প্রেস করবেন না। যদি করেন তাহলে উইন্ডোজ সেটাপ আবার প্রথম থেকে শুরু হবে। এবং সময় অপচয় হবে। তাই এটা করবেন না।
Step-10: তারপর User Name এর ঘরে নাম দিন। এবং Next বাটন প্রেস করুন। ইচ্ছে করলে Password দিতে পারেন......
Product key চাইবে! ভয় পাবেন না! Product key কে পাত্তা না দিয়ে Next এ Click করুন
।Computer এর ঘড়ির সময় ঠিক না থাকলে ঠিক করে Next এ Click করুন......
এবার নিচের মত Welcome স্কিন আসবে। বুঝে নিবেন, আপনার উইন্ডোজ সেভেন সেটাপ সুন্দরভাবে সমাপ্তি হয়েছে।
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEji-L0CkiHYpPLCv7domYUTdG0qhNUuMK_C8-IFHtHXTP4FqcQYtMHxz-GNv7Xf-MW1I-1hxgXV-K0Gg8G2_ZN6Mu45Rpc740tuFubkuHh0t9HyiiWTnb4yoICrGX0OxbQbf7WarnBSAkAH/s1600/windows+start.jpeg)
কম্পিউটার চালু হবার পর যদি দেখেন সাউন্ড আসছে না, তাহলে আপনার মাদারবোর্ড এর সিডি থেকে সাউন্ড এবং গ্রাফিক্স ড্র্ইভার ইন্সটল করুন, তাহলে দেখবেন সাউন্ড চলে আসছে।
আজ এই পর্যন্তই,
ধন্যবাদ,
খোদা হাফেজ।
0 Response to "কম্পিউটারে Windows 7 দেবার পদ্ধতি"
Post a Comment