![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhxwF1EW3Vstb7o5qGjJPtAMFMQ27eisV29Yj7emZx5j6UkQka8gJqn1YFqZSMY7cHt19XkWURAyGDf4k6yooE7Jd8G04JV2J6Ln0DMWNZ7JoROj9-4d5cVXSIu02BVKu7n2V_1iqz5G2oZ/s1600/AhlehaqBD.Com%252528188%252529.png)
আল্লাহ প্রদত্ত দেওয়া নেয়ামতের মধ্যে সন্তান অন্যতম। সে হোক পুত্র সন্তান অথবা কন্যা সন্তান। তারপরেও অনেকেই আমরা সন্তান ছেলে অনেক মেয়ে সন্তান আশা করি। তবে অনেকেই সন্তান হিসেবে ছেলে সন্তানই চেয়ে থাকেন।
সেক্ষেত্রে যারা পুত্র সন্তান নিতে চান তাদের জন্য দেয়া হল হযরত ইব্রাহিম (আঃ) এর একটি দোয়া।
বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। তাঁকে নেক পুত্র সন্তান দান করলেন। যা বিস্তারিত এসেছে সুরা সফফাতে।
আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য হযরত ইব্রাহিম (আঃ) পুত্রসন্তান লাভের এ আবেদনটি তুলে ধরেছেন। যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি তুলে ধরা হলো-উচ্চারণ : রাব্বি হাবলি মিনাস সালিহিন।’ (সুরা সাফফাত : আয়াত ১০০)
অর্থ : হে আমার লালন পালনকারী! আমাকে এক সৎপুত্র দান করুন।
আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য হযরত ইব্রাহিম (আঃ) পুত্রসন্তান লাভের এ আবেদনটি তুলে ধরেছেন। যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তাঁর নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি তুলে ধরা হলো-
উচ্চারণ : রাব্বি হাবলি মিনাস সালিহিন।’ (সুরা সাফফাত : আয়াত ১০০)
অর্থ : হে আমার লালন পালনকারী! আমাকে এক সৎপুত্র দান করুন।
0 Response to "জেনে নিন পুত্র সন্তান লাভের দোয়া।"
Post a Comment