একটি সৃজনশীলতার কাহিনি



এক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি রোদ-ঝলমলে এক
সকালে একটা সুন্দর ভবনের
সিঁড়িতে বসে আছেন। 

তাঁর সামনে একটা কাগজে বড় বড় অক্ষরে লেখা,

‘আমি অন্ধ, আমাকে একটু সাহায্য করুন।’

মার্কেটিংয়ের একজন লোক সেই
সিঁড়ি দিয়ে উঠছিলেন। তিনি দেখলেন,
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিটির সামনের হ্যাটটায়
মাত্র একটা আধুলি পড়েছে।

তিনি ভবনের কাজ সেরে ঘণ্টা দুয়েক
পরে নামলেন। দেখলেন, ওই একটা আধুলিই
পড়ে আছে টুপিতে। তিনি তখন কাগজের
বোর্ডটা হাতে নিয়ে নিজের পকেট
থেকে মার্কার কলম বের করে কাগজের
উল্টো পিঠে লিখলেন, 

‘আজকের দিনটা খুব সুন্দর। কিন্তু আমি তা দেখতে পারছি না।’

তিনি কাজে বেরিয়ে গেলেন। ঘণ্টা দুয়েক
পরে ফিরে এসে দেখলেন,
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিটির টুপিটা টাকায়
টাকায় ভরে গেছে।



0 Response to "একটি সৃজনশীলতার কাহিনি"

Post a Comment