আপনার কম্পিউটারে সম্পুর্ন Offline এ Localhost এবং Wordpress ইন্সটল করুন।


খুব সহজে ব্লগ অথবা কোনও ওয়েবসাইট তৈরি করার জন্য wordpress এর নাম কম বেশি সবাই শুনেছি। সিএমএস হিসেবে WordPress একটি বিখ্যাত CMS (Content Management System)। সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস ১ নম্বর এ আছে। WordPress এ কাজ করার জন্য HTML, CSS জানা থাকলে হবে। তবে, ভাল করতে হলে আপনাকে অবশ্যই PHP এবং MySQL জানতে হবে। wordpress theme দুই ভাবে install করা যায়।

1. Local server
2. Remote / Web server

আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি লোকাল কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন :
১. প্রথমে আপনার কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানাতে WAMP অথবা XAMPP ইন্সটল করে নিন।

WAMP অথবা XAMPP সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিতে পারেন এই লিঙ্ক থেকে

WAMP http://www.wampserver.com/en/download-wrapper
XAMPP https://www.apachefriends.org/download.html

অন্যান্য সফটয়ারের মতই এটা ইন্সটল করতে হবে ।

২. XAMPP ইন্সটাল করার পর আপনার হার্ডডিস্কের C: ড্রাইভে xampp নামে একটি ফোল্ডার তৈরী হবে।
এর ভিতরে htdocs নামের যে ফোল্ডার – টি পাবেন তার ভিতরেই আপনাকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেতে হবে।
মুলত আপনারা যারা অনলাইনে host সিপ্যানেল ব্যাবহার করেছেন, ঠিক তেমনি htdocs ফোল্ডারটি হচ্ছে সিপ্যানেল, এর মধ্যে আপনি নিজেই নতুন নতুন ফোল্ডার তৈরি করে একেক ফোল্ডারে একেকটি php script install দিতে পারবেন। সুদু মনে রাখবেন htdocs এর ভিতরে যেই নামে নতুন ফোল্ডার করবেন, সেই নামে পিসির ব্রাউজার দিয়ে http://localhost/wp বা যে নামে ফোল্ডার তৈরি করবেন সেই নামে localhost স্লাস এর পাসে ঐ নামের ফোল্ডার নাম বসাতে হবে, যেমন wordpress এর জন্য যদি আপনি htdocs তে wp নামের ফোল্ডার তৈরী করেন, তাহলে localhost স্লাস এর পাসে wp হবে, যেমন http://localhost/wp অর্থাৎ যেই স্ক্রিপ্টে কাজ করার জন্য যেই ফোল্ডারি তৈরি করেন না কেন, localhost এর পাসে ঐ ফোল্ডার এরি নাম বসাবেন।

৩. ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য প্রথমে https://wordpress.org/ থেকে wordpress file টি download করতে হবে। তারপর htdocs ফোল্ডারের ভিতরে wp নামের একটি ফোল্ডার তৈরি করুন, তৈরি করে এর ভিতরে ওয়ার্ডপ্রেস আনজিপ করতে হবে। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরের সব cut করে wp ফোল্ডারের ভিতরে paste করতে হবে।

৪, এবার XAMPP ইন্সটল হয়ে গেলে সেটা ওপেন করুন। ওপেন করার পর নিচের চিত্রের মত আসবে, নিচের চিত্রের মত আসলে ছবির মত সুদু Apache এবং MuSQL অপশন ২ টি Start এ ক্লিক করুন।



৫, start হয়ে গেলে MySQL এর Admin এ ক্লিক করে নিচের চিত্রের মত একটি Database তৈরি করে নিন।



৬, এরপর http://localhost/wp তে প্রবেশ করুন, নিচের চিত্রের মত Lets Go তে ক্লিক করুন।



৭, তারপর নিচের চিত্রের মত সবগুলা ঘরে একি জিনিস টাইপ করে বসান এবং Submit এ ক্লিক করুন। সব একি রাখবেন, পরিবর্তন করবেন না।



৮, এবার নিচের চিত্রের মত আপনার ইচ্ছা মত username password সবকিছু দিন। তারপর Install wordpress এ ক্লিক করুন।



৯, কাজ সম্পুর্ন হলে নিচের চিত্রের মত দেখতে পাবেন। ব্যাস, কাজ সেস।



এখন সরাসরি http://localhost/wp তে ঢুকে অফলাইনে wordpress এর সকল কাজ করতে পারবেন।

ধন্যবাদ, খোদা হাফেজ।

0 Response to "আপনার কম্পিউটারে সম্পুর্ন Offline এ Localhost এবং Wordpress ইন্সটল করুন।"

Post a Comment