পুরুষের যৌন শক্তি(Sex power) নিয়ে কিছু কথাঃ

-- যারা ধর্ম মেনে জীবন পরিচালনা করে তারাই আসল পুরুষ।

-- আর যারা ধর্ম মেনে জীবন যাপন করেনা তাদের অধিকাংশের কলিকাতা হারবাল দরকার হয়।

-- আল্লাহ পুরুষদের উদ্দেশ্য বলেন, আন-নূর 24:30 ﻗُﻞ ﻟِّﻠْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻳَﻐُﻀُّﻮﺍ۟ ﻣِﻦْ ﺃَﺑْﺼَٰﺮِﻫِﻢْ ﻭَﻳَﺤْﻔَﻈُﻮﺍ۟ ﻓُﺮُﻭﺟَﻬُﻢْۚ
ﺫَ ...... মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে।

-- যারা নারীদের চক্ষুকে নিচু করতে পেরেছে তারাই তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পেরেছে।

-- অন্য দিকে যারা দৃষ্টি নত করে নি তাদের শরীর থেকেই অকারণে যৌন হরমন গুলো নির্গত হচ্ছে আর সে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই হরমুন গুলোর অনুপস্থিতির কারণে মানুষের মন মেজাজ বিগ্রে থাকে, মাথা ব্যথা কোমর ব্যথা আরও কত রোগ!

-- রসূলুল্লাহ (সাঃ) বলেন, ইযারের যে পরিমান টাখনুর নীচে যাবে, সে পরিমান জাহান্নামে যাবে।(সহিহ বুখারী-৫৩৭১)

-- পুরুষদের টাখনুতে কিছু যৌন হরমন থাকে যা ঢেকে রাখার ফলে অক্সিজেন পায় না। এতে করে পুরুষের যৌন শক্তি হ্রাস পেতে থাকে।

-- যারা ধর্ম মেনে চলে, তারা কখনো টাখনোর নিচে কাপড় ঝুলিয়ে পরেনা। এজন্য তাদের এই হরমুন গুলো সক্রিয় থাকে।

-- আল্লাহ বলেন, আল-মু’মিনূন 23:5 ﻭَﭐﻟَّﺬِﻳﻦَ ﻫُﻢْ ﻟِﻔُﺮُﻭﺟِﻬِﻢْ ﺣَٰﻔِﻈُﻮﻥَ এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।

-- যারা তাদের লজ্জাস্থান হেফাজত করতে পেরেছে তারাই সফল কাম।

-- আর যারা পর্নোগ্রাফি দেখে, গালফেন্ডের সাথে ও পতিতা লয়ে গিয়ে অবৈধ ভাবে নিজেদের প্রভৃত্তি সাধন করেছে তারাই HIV, দজভঙ্গের মতো রোগে আক্রান্ত হয়েছে।

-- আল্লাহ বলেন, বানু ইসরাঈল 17:32 ﻭَﻟَﺎ ﺗَﻘْﺮَﺑُﻮﺍ۟ ﭐﻟﺰِّﻧَﻰٰٓۖ ﺇِﻧَّﻪُۥ ﻛَﺎﻥَ ﻓَٰﺤِﺸَﺔً ﻭَﺳَﺎٓﺀَ ﺳَﺒِﻴﻠًﺎ আর ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।

-- অশ্লীলতায় লিপ্ত হয়ে যখন ক্রমাগত বির্য স্থলন ঘটায়, তখন পুরুষের বির্যের কিটের সংখ্যা হ্রাস পেতে থাকে। ফলাফলে তার প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং এদের স্ত্রীরাই বন্দা হওয়ার আশঙ্খা বেশি থাকে। এমনি সন্তান হলেও হাবাগুবা বা অটিস্টিক রোগে আক্রান্ত হয়।

-- যে পুরুষ গুলো মন্দ কাজে লিপ্ত হয়ে তাদের পুরুষত্ব হারিয়ে ফেলে তারাই তাদের স্ত্রীদের সময় দিতে পারেনা, যাতে সংসারে সৃষ্টি হয় বিশৃঙ্খলা।

-- বর্তমানে মেয়েরা দেখবেন যে ছেলেরা ধর্ম বুঝে এদেরকে বেশি পছন্দ করে। কারণ তাদের কাছ থেকেই পবিত্র কিছু আশা করা যায়।

-- আল্লাহ বলেন, আল-বাকারাহ 2:268 ﭐﻟﺸَّﻴْﻄَٰﻦُ ﻳَﻌِﺪُﻛُﻢُ ﭐﻟْﻔَﻘْﺮَ ﻭَﻳَﺄْﻣُﺮُﻛُﻢ ﺑِﭑﻟْﻔَﺤْﺸَﺎٓﺀ . ... শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়।

-- সকল ধরনের অশ্লীলতা শয়তানের কাজ। আল্লাহ তুমি আমাদের সকল ধরনের অশ্লীলতা, অনাচার, ব্যভিচার থেকে রক্ষা কর এবং আমাদের পবিত্র কর।

আমীন

0 Response to "পুরুষের যৌন শক্তি(Sex power) নিয়ে কিছু কথাঃ"

Post a Comment