কম্পিউটারে খুব সহজে ফাইল/ফোল্ডারে password দেবার পদ্ধতি জেনে নিন

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। Abc24.GA এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও জানাই অভিনন্দন।

আজ আমি আপনাদের সাথে আবারও একটি সহজ টিপস নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি নিয়ত সহজ টিপসই দেয়ার চেষ্টা করি। যাতে সবাই আমার টিপস গুলো সহজেই বোজতে পারেন।  আমরা অনেকেই বিভিন্ন ফোল্ডার এ অনেক প্রয়োজনীয় ফাইল সেভ করে থাকি এবং এই সেভ ফাইল গুলোর প্রয়োজনীয়তা ও সুরক্ষার  কারনে অনেক সময় ফাইল সহ ফোল্ডার লক করার প্রয়োজন দেখা দেয়। আর তাই ফোল্ডার লক করতে অনেকেই  ফোল্ডার লক সফটওয়্যার সহ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন। আর তাই আজ আমি আপনাদের দেখাব কিভাবে সব চাইতে সহজ উপায়ে ফোল্ডার লক করা যায়। তবে এই পদ্ধতিতে ফোল্ডার লক করতে হলে আপনার কম্পিউটারে অবশ্যই  WinRAR software টি  সেট আপ থাকতে হবে।

এখান থেকে WinRAR software ডাউনলোড করে ইনস্টল করেনিন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক কিভাবে আমরা সহজ উপায়ে ফোল্ডার/ফাইল লক করব।

প্রথমে যে ফোল্ডার/ফাইলটি লক করতে চান সেই ফোল্ডার/ফাইলটি এর উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন

তারপর Add to archive এ ক্লিক করুন ।

এখন পেজ এলে নিচের set password এ ক্লিক করুন ।

এবার set password এ ক্লিক করে  Enter password এবং Reenter password এ আপনার পছন্দমত অক্ষর দিন, ২টা ঘরেই সেম অক্ষর দিন আর OK চাপুন ।

এবার আবার OK টিপুন ।

এবার দেখুন ফাইল টি লোডিং নিয়ে তৈরি হতে শুরু করেছে ।

সব কমপ্লিট হলে এবার ফাইল এর ভেতরের কিছু ওপেন করুন দেখেন পাসওয়ার্ড চাচ্ছে ।

আশা করি নতুন ইউজারদের জন্য টিপসটি কাজে আসবে, টিপসটি পছন্দ হলে বেশী করে শেয়ার করবেন।

0 Response to "কম্পিউটারে খুব সহজে ফাইল/ফোল্ডারে password দেবার পদ্ধতি জেনে নিন"

Post a Comment