![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQCHzlEAT3zjOkJzJ4Q_CzUmsEeJBucACwVseIXd3j1IhLiJ7KuAQAwCMsASnOKvRCpDX9xghCx7dob8W2838sYubki7-8LDZEf0pCkv6feDSw71LkERdetavEJc-ss49VUOy8zRoLaKI1/s1600/Windows.jpeg)
পেনড্রাইভ এর মাধ্যমে কম্পিউটারে Windows দেবার জন্য দরকার মাত্র ২ টি ছোটো ছোটো Software.
১. FreeDVD2iso Maker
২. Rufus bootable
তো নিচথেকে এই ২ টি Software ডাউনলোড করেনিন, zip file এর মধ্যে ২ টি ফাইল রাখা আছে। Download Now
প্রথমে FreeDVD2iso Maker Software টি ইন্সটল করুন। তারপর Software টি ওপেন করুন, CD/DVD রাউটারে Windows এর ডিস্ক প্রবেশ করান, এখানে আমাদের কে windows এর ডিস্ক এর সকল ফাইলগুলা iso ফরমেটে কম্পিউটারে কপি করতে হবে। Software টি ওপেন হলে নিচের চিত্রের মত সব সিলেক্ট করুন।
আবার
এবার convert এ ক্লিক করুন। তারপর দেখবেন লোডিং নিয়ে কাজ সুরু হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেলে নোটিফিকেশন পেয়ে জাবেন।
পরবর্তী কাজ হচ্ছে Rufus Software দিয়ে আপনার তৈরী করা সেই windows এর iso ফাইলটি আপনার পেনড্রাইভে ইমপোর্ট করতে হবে। import করার জন্য Rufus Software টি ওপেন করুন, এটা ইন্সটল দেয়া লাগেনা।
তারপর নিচের চিত্র অনুযায়ী আপনার pendrive এবং iso ফাইলটি সিলেক্ট করুন, তারপর start এ ক্লিক করুন। তারপর দেখবেন লোডিং নিয়ে কাজ সুরু হয়ে গেছে। কাজ শেষ হয়ে গেলে নোটিফিকেশন পেয়ে জাবেন।
এইতো সবকিছু কমপ্লিট, আপনার পেনড্রাইভ windows দেবার জন্য সম্পুর্ন তৈরী।
এবার যেভাবে CD/DVD রাউটার দিয়ে কম্পিউটারে windows দিতেন, ঠিক একি নিয়মে পেনড্রাইভ দিয়ে windows দিতে পারবেন। সুদু একটি জিনিস পরিবর্তন করতে হবে, তা হলো প্রথমে কম্পিউটারের বুথ ডিভাইস অপশন থেকে 1st booth CD/DVD এর জাইগাই আপনাকে পেনড্রাইভ সিলেক্ট করতে হবে। এই বুথ সম্পর্কে বিস্তারিত নিচের পোস্টে দেয়া আছে।
যারা কম্পিউটারে windows দিতে জানেন না, তারা এই পোস্টটি দেখুন কম্পিউটারে Windows 7 দেবার পদ্ধতি
বিঃ দ্রঃ উপরোক্ত একি নিয়মে আপনি আপনার পেনড্রাইভের মাধ্যমে পিসিতে windows 7, 8, 10 সব দিতে পারবেন।
0 Response to "যেভাবে পেনড্রাইভ এর মাধ্যমে কম্পিউটারে Windows দিবেন।"
Post a Comment