যেভাবে কম্পিউটারে ScreenShot এবং ScreenRecord করবেন খুব সহজেই



সকলে কেমন আছেন?
আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটারে ScreenShot এবং ScreenRecord করবেন, এমনকি আপনি যেই গেম চালু করে খেলছেন, সেটারো কিভাবে ScreenShot এবং ScreenRecord করবেন।

হয়তো অনেকে বলতে পারেন যে ScreenShot নেবার জন্য windows 7 এর Snapshot ই যথেস্ট, হ্যা আমি বলবো Snapshot দিয়ে যথেস্ট, কিন্তু আপনি snapshot দিয়ে চালু হয়ে থাকা গেমের ScreenShot কখনোই নিতে পারবেন না।
তাই আপনাদের কাছে আমি এমন একটি Software সেয়ার করতে যাচ্ছি, যা দ্বারা আপনারা Snapshot এর মত ScreenShot তুলতে পারবেন এবং চালু হয়ে থাকা গেমেরো ScreenShot নিতে পারবেন, এমনকি এই Software দ্বারা আপনারা কম্পিউটারে Screen Record ও করতে পারবেন। তো আর দেরি কেনো?

এখনি নিচে থেকে Software টি ডাউনলোড করে নিন।

Download Now

Setup File এ ক্লিক করে Install করুন।

প্রথমে আপনাকে Software টি ট্রয়াল প্যাক ব্যাবহার করতে দিবে তারা, সমস্যা নাই, আমরা ট্রয়াল প্যাক ক্রাক করে আজীবন Software টি ব্যাবহার করবো।

যে ফাইলটি ডাউনলোড করলেন সেটাতেই দেখেন License key নামক একটি ফাইল আছে, ওটাতে নাম এবং রেজিঃ নং আছে, ওই নাম এবং নং গুলা Software টিতে বসালেই সেটা আজীবন ব্যাবহার করার জন্য একটিভ হয়ে যাবে।

Software টি ব্যাবহার করা কঠিন না, সুদু একসাথে ২ টা বাটন চাপ দিলেই ScreenShot হয়ে জাবে।
বিসেস করে যদি গেমের ScreenShot নিতে চান তাহলে প্রথমে Software টি ওপেন করে মিনিমাইজ করে তারপর আপনার পছন্দের গেমে প্রবেশ করে সুদু কিবোর্ড থেকে Alt+ PrintSrc বাটন চাপ দিন, তাহলেই দেখবেন ScreenShot উঠে গেছে।

আরো কিভাবে ScreenShot এবং অন্যান্য কাজ করতে পারবেন তার জন্য নিচের চিত্রটি দেখুন, তাহলেই সব বুঝে জাবেন।


এই চিত্রর কি গুলা দ্বারা Shortcut কাজ করতে পারবেন।

আর Software টি ওপেন করলেই সেটার উপর সব চিন্হ লোগো দিয়া আছে কোনটা দিয়ে কোন কাজ করবেন।



আজ এই পর্যন্তই, ধন্যবাদ ভালো থাকবেন।

0 Response to "যেভাবে কম্পিউটারে ScreenShot এবং ScreenRecord করবেন খুব সহজেই"

Post a Comment